বিকেলের বুড়ো দাদু | | তাওসিফ মাইমুন
টাকার ঘুড়ি বাতাশে উড়ে
স্বপ্ন সব ধুলোই মরে
ঝড়ের আঘাতে আমার ক্ষত
তবুও ওরা ডেকে বলে আর লাগবে কত?
পোষা পাখির পাল দেখ
লালসায় ভরা পুরো দেহ
সকালের খবরে হয় সাধু
বিকেলে এরা সবাই বুড়ো দাদু।
ভাতের কাতরে ওরা ঘুরে ফিরে
গোলির স্বস্তা দরজাও বন্ধ বলে
লোনা জলেকি মন গলে?
তাণ্ডব চালিয়ে ভদ্র পোশাক আমায় পিশে মারে।
আজ আমার কপালে নেই কিছু
চাল, ডাল, কাপড় ওষুধ লাগবে শুধু
এত এত আছে তবে শুনি
আমার অধিকার তবু পাইনি কভু।
আহ ললনা, তুমি অন্য কাউর হলে না
আর কত করবে আমায় ছল না
অস্বার হয়ে পড়ে রব যেদিন
কেউ ত ফিরে দেখে আমায় বলবে না শান্ত হও সোনা।
লেখক : শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মী
সময় জার্নাল/আরইউ